সিলেট নগরীর উপশহরে ছাত্রলীগ কর্মী খুন

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৮

সিলেট নগরীর উপশহরে ছাত্রলীগ কর্মী খুন

২৫ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার : নগরীর সোনারপাড়ায় ছুরিকাঘাতে জাহিদ হোসেন (২২) নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ছুরিকাঘাতে আহত হলে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত জাহিদ নগরীর তেররতন এলাকায় আবুল কালামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে জানিয়েছেন স্থানীয়রা।  দলের ভেতরে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব থেকে এই হামলার ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।

মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট