সরকারের উন্নয়নের লিফলেট বিতরণে সিলেট আওয়ামী লীগ

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৮

সরকারের উন্নয়নের লিফলেট বিতরণে সিলেট আওয়ামী লীগ

জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের আগে সিলেটে শোডাউন করেছে আওয়ামী লীগ। আজ দুপুরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণের নামে এই শোডাউন করেন।

এ সময় সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান জানিয়েছেন- ঐক্যফ্রন্টের শান্তিপূর্ণ সমাবেশে কেউ বাধা দেবে না। তবে বিশংখলা সৃষ্টি করলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে এর প্রতিহত করবে।

দুপুর ১২ টার দিকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নেন। এ সময় সেখানে যান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকটে মিসবাহ উদ্দিন সিরাজ সহ সিনিয়র নেতারা।
পরে তারা সেখান থেকে জিন্দাবাজার অভিমুখে লিফলেট বিতরণ শুরু করেন। এ সময় তাদের সঙ্গে কয়েকশ নেতাকর্মী ছিল।