৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০১৮
সিলেট নগরীর মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়ায় শুরু হয়েছে শ্রীহট্ট প্রকাশ এর ১২ দিনব্যাপী বই প্রদর্শনী।
শনিবার বিকেল ৪টায় প্রদর্শনী শুরু হয়। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
ব্যতিক্রমধর্মী আয়োজনে শ্রীহট্ট প্রকাশ এর বই প্রদর্শনীর শুভ সূচনা ঘোষণা করা হয়েছে। স্কুলের কচি শিশুদের কোলাহলময় পরিবেশ ও লেখক-পাঠকের উপস্থিতিতে বিকেল বেলায়ই খুলে দেযা হয় প্রদশর্নীস্থল।
এ সময় উপস্থিত ছিলেন- সংস্কতিকর্মী ও লেখক মুহ. আনোয়ার হোসেন রনি, লোকগবেষক সুমন কুমার দাশ, লোক সংগীত শিল্পী শামীম আহমদ, লেখক মোহাম্মদ আবদুল হাই আল হাদী, লেখক জিবলু রহমান, রম্য লেখক মাহবুবুর রশিদ, লেখক স্বগতা ভট্টাচার্য চম্পা, লেখক ফরহানা খানম ঝুমা, অমিত হাসান, সাংবাদিক মুনশী ইকবাল, সংস্কৃতিকর্মী মামুন পারভেজ, সাংবাদিক বেলায়েত হোসেন, বগাইয়া হাওড় মডেল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, বাউল বশীর উদ্দিন সরকার, লেখক ইলিয়াস আকরাম, সংস্কৃতিকর্মী আশরাফুল ইসলাম অনি, সাংবাদিক ফারুক আহমেদ, যুব উন্নয়নকর্মকতা আজহারুল কবীর, সমাজকর্মী জাবেদুল হাসান দিদার, শাহরিয়ার আহমদ প্রমুখ।
প্রতিদিনই বই প্রদশর্নীতে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, বাউল সন্ধ্যা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মওলানা ভাসানীর উপর আলোচনাসভা প্রভৃতি অনুষ্ঠিত হবে।
৩০-৫০% ছাড়ে ইতিহাস/মুক্তিযুদ্ধ/মওলানা ভাসানী রচিত ও তাঁর উপর প্রকাশিত/সংস্কৃতি/নাটক/গান/শিশুতোষ/ছড়া/প্রেম/ গবেষণাধর্মীসহ বিভিন্ন বই ক্রয় করতে পারবেন পাঠকরা।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D