সিলেটে সমাবেশের অনুমতি পায়নি ঐক্যফ্রন্ট

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮

সিলেটে সমাবেশের অনুমতি পায়নি ঐক্যফ্রন্ট

Manual4 Ad Code

সিলেট : সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি দেয়নি মেট্রোপলিটন পুলিশ। ফলে সিলেট থেকে ঐক্যফ্রন্টের যাত্রা শুরুর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। সিলেটের রেজিস্টারী মাঠে আগামী ২৩ অক্টোবর এই সমাবেশের অনুমতি চেয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের স্থানীয় নেতারা।

Manual1 Ad Code

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদও এসএমপি থেকে তাদের সমাবেশ না করার জন্য বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

সিলেট মহানগর উপপুলিশ কমিশনার মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সমাবেশের অনুমতির চেয়েছিলেন। কিন্তু এ পর্যন্ত তাদের কোনো অনুমতি দেওয়া হয়নি।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের জন্য অনুমতি চেয়ে এসএসপিতে আবেদন করা হয়েছিল। তবে পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে ফোন করে সমাবেশ না করতে বলা হয়েছে। তবে আমরা এখনো আশাবাদী পুলিশ শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেবে।’

Manual7 Ad Code

জানা গেছে, বুধবার বিকেলে সিলেট বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এসএমপি কমিশনার গোলাম কিবরিয়ার সঙ্গে দেখা করে সমাবেশ করার অনুমতি চেয়ে একটি চিঠি দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code