‘অগ্রাধিকার ভিত্তিতে অবহেলিত এলাকার উন্নয়ন করা হচ্ছে’ : মাহমুদ উস সামাদ এমপি

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৮

‘অগ্রাধিকার ভিত্তিতে অবহেলিত এলাকার উন্নয়ন করা হচ্ছে’ : মাহমুদ উস সামাদ এমপি

সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, ‘গত ১০ বছরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নেতৃত্বে সিলেট-৩ আসনের আওতাধীন এলাকাগুলোতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। শুধু সিলেট-সুলতানপুর সড়ক ও ফেঞ্চুগঞ্জ-পালবাড়ী সড়ক দুটি ১০ বছরে দুই দুই বার সংস্কার করা হয়েছে। তারপরও সড়ক দু’টি যানবাহনের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক দুটির টেকসই উন্নয়নের লক্ষ্যে ১২০ কোটি টাকা ব্যয়ে সংস্কার ও সম্প্রসারণে কাজের টেন্ডার হয়েছে। শীঘ্রই সড়ক দুটির উন্নয়ন কাজ শুরু হবে।’

তিনি বলেন, সিলেট-৩ আসনের অবহেলিত এলাকাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হচ্ছে। সরকারের এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় পাঠানের আহবান জানান।

রোববার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে ৭০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে মানিককোনা স্কুল এন্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবন ও ১০ লাখ টাকা ব্যয়ে মানিককোন বাজারেন আভ্যন্তরিন সিসি ঢালাই সড়ক নির্মাণ শেষে উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলা মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, আওয়ামী লীগ নেত্রী ডাঃ নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল কয়েছ, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, নিউজার্সি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান শাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম টিপু সুলতান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মাশার আহমদ শাহ, এডভোকেট কামরুল ইসলাম, নাসির উদ্দিন রিজু, আক্তার হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আকবর হোসেন মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মোমিনুল হাসান, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী পৃথক পৃথক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে একাডেমিক ভবন ও রাস্তার উদ্বোধন করেন। এদিকে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ সুরমার উপজেলা পরিষদ মিলনায়তনে দক্ষিণ সুরমার ২৩টি পূজামন্ডপ প্রতিনিধিদের মধ্যে সরকারী অনুদানের অর্থ বিতরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট