সিলেট থেকে বিদেশী পিস্তলসহ যুবক আটক

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮

সিলেট থেকে বিদেশী পিস্তলসহ যুবক আটক

সিলেট নগরীর মাজার রোডের হোটেল পায়রা বিল্ডিং এর নিচ থেকে বিদেশী পিস্তলসহ মো. নিজাম (২৪) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে পায়রা বিল্ডিং এর নিচে র‌্যাব পৌঁছালে কয়েকজন লোক দৌড় দেয়। এসময় পালানোর চেষ্টাকালে নিজামকে আটক করে র‌্যাব। তার দেহ তল্লাসী করে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

মো. নিজাম সিলেটের বিশ্বনাথ থানার রামপাশা রামচন্দ্রপুর গ্রামের মৃত মোখলেছ আলীর ছেলে।

তাকে কোতোয়ালী থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে সিলেট মহানগরীর এলাকা ও আশপাশের থানা এলাকায় অস্ত্র বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে বলে স্বীকার করেছে নিজাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট