৫ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮

৫ কোটি টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু

৫ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়েছে।

শুক্রবার সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন সিলেট-৩ আসনের এম.পি, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী।

ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি সঞ্জিতা কর্মকারের সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা প্রকৌশলী রমাপদ দাশ, পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার মাহবুবুল আলম, শাহজালাল সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাশরাফা তাসলিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মিয়া, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমদ জিলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর আউয়াল কয়েছ।

পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করেন।

এদিকে ৩১ শয্যা বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য ভূমি নির্ধারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সামাদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট