কানাইঘাটে ১৯ লক্ষ টাকার ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮

কানাইঘাটে ১৯ লক্ষ টাকার ইয়াবাসহ যুবক আটক

সিলেটের কানাইঘাট থেকে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহিন আহমদ (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৯ লক্ষ টাকা। অভিযানকালে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কানাইঘাট উত্তর বাজারস্থ মরহুম আইয়ুব আলী সুপার মার্কেটের গেইটের সামন থেকে তাকে আটক করা হয়।

আটক শাহিন আহমদ (২৪) কানাইঘাটের কালিজুুড়ী গ্রামের নূর হোসেনের ছেলে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৩২)। সে গোয়াইনঘাটের লাতু গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিন আহমদকে আটক করা হলেও তার সহযোগী দেলোয়ার হোসেন পালিয়ে যায়। শাহিন আহমদের দেহ তল্লাশি করে পলিথিনের ভেতর বিশেষ কৌশলে রাখা ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য উনিশ লক্ষ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তিকে সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট