জামিন পেলেন সিলেট জেলা বিএনপির সেক্রেটারি আলী আহমদ

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮

জামিন পেলেন সিলেট জেলা বিএনপির সেক্রেটারি আলী আহমদ

৪ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার : সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর এ মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন আলী আহমদ। শুনানি শেষে আদালতের বিচারক মো. মফিজুর রহমান ভূঁইয়া জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, সিলেট সিটি নির্বাচনের (২১ জুলাই) দুই কর্মীর মুক্তির দাবিতে উপশহরে মহানগর পুলিশ উপ-কমিশনার (দক্ষিণ) কার্যালয়ের সামনে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগ এনে মহানগরীর শাহপরান (র.) থানায় মামলা দায়ের করা হয়। মামলায় অন্যসব বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে জামিন নিলেও প্রবাসে থাকায় এবং শেষে মায়ের মৃত্যুজনিত কারণে উচ্চ আদালত থেকে জামিন নেননি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট