গোলাপগঞ্জে আরিফ চৌধুরীর জানাজা আজ বেলা ২টায়

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮

গোলাপগঞ্জে আরিফ চৌধুরীর জানাজা আজ বেলা ২টায়

গোলাপগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর পুত্র আরিফ ইকবাল চৌধুরী (৪৫) এর নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বেলা ২টায় গোলাপগঞ্জের রফিপুরস্থ মরহুমের নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা বারের সাবেক সভাপতি ই ইউ শহিদুল ইসলাম শাহিন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মঙ্গলবার রাত ৮টার দিকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে আরিফ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না—— রাজিউন)। তিনি পিতা, স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারী ছিলেন। একজন সজ্জন ও ক্রীড়ামোদী ব্যক্তি হিসাবে তার খ্যাতি ছিল।
শিক্ষামন্ত্রীর শোক ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক শোক বার্তায় আরিফ ইকবাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আরিফুল হক চৌধুরীর শোক ॥ গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর পুত্র ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি আরিফ ইকবাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
এক শোক বার্তায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমপি মানিকের শোক ॥ গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর পুত্র ও নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি আরিফ ইকবাল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের পরিবারকে এই শোক সইবার সামর্থ্য দানের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট