খালেদা জিয়ার জামিন কেন বাতিল হবে না, জানতে চেয়ে নোটিশ

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৮

খালেদা জিয়ার জামিন কেন বাতিল হবে না, জানতে চেয়ে নোটিশ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন কেন বাতিল হবে না, জানতে চেয়ে তার আইনজীবীদের কারণ দর্শনোর নোটিশ দিয়েছেন আদালত।

রবিবার (৩০ সেপ্টেম্বর) পুরাতন কেন্দ্রীয় কারাগারে ঢাকার বিশেষ জজ আদালত খালেদা জিয়ার আইনজীবীদের এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নিদের্শ দিয়েছেন। আগামী ৭ অক্টোবরের মধ্যে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীদের এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এছাড়া এই মামলার অপর আসামি মনিরুল ইসলামের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার মূলতবি করতে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদন মঞ্জুর করে আগামী ৭ অক্টোবর মামলার মূলতবির দিন ধার্য করেন। এদিকে আসামি জিয়াউর হক মুন্না ও মনিরুল ইসলাম খান আদালতের প্রতি অনাস্থা দেখিয়ে আবেদন করে। তবে আদালত তাদের এই আবেদন নামঞ্জুর করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট