শেখ হাসিনার জন্মদিনে জেলা আওয়ামী লীগের কর্মসূচি

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮

শেখ হাসিনার জন্মদিনে জেলা আওয়ামী লীগের কর্মসূচি

Manual1 Ad Code

আগামীকাল ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে সিলেট জেলা আওয়ামী লীগ।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সিলেটের প্রত্যেক উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আলাদাভাবে কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছে জেলা আওয়ামী লীগ। এদিন সব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভাসহ বিভিন্ন মানবিক কর্মসূচির মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

Manual4 Ad Code

কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হবে। এছাড়াও আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটায় সিলেট নগরীর ইব্রাহিম স্মৃতি সংসদে যৌথ উদ্যোগে আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code