১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৮
কোতোয়ালী মডেল থানা কর্তৃক উল্লেখযোগ্য ১৯০টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে গত ৫ দিনে নিস্পত্তি হয়েছে ৮৭ টি গ্রেফতারী পরোয়ানা। সিলেট মেট্রোপলিট পুলিশ এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মোহাম্মদ সেলিম মিঞা কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে গত ২০ সেপ্টেম্বর যোগদানের পর থেকে গ্রেফতারী পরোয়ানা তামিলের লক্ষ্যে দিন-রাত বিশেষ অভিযান পরিচালনা করছেন। এর মধ্যে গত পাঁচ দিনে ১৬টি জি.আর, ১৬টি সি.আর, ৯টি সি.আর সাজা গ্রেফতারী পরোয়ানা তামিল ও অন্যান্য ভাবে ৪৬টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তিসহ সর্বমোট ৮৭টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত জি.আর/সি.আর/সাজা পরোয়ানাসহ মোট ১০৩টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ২১টি জি.আর, ১৭টি সি.আর, ২টি সি.আর সাজা তামিল এবং অন্যান্য ভাবে ৬৩টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়।
এছাড়া, গত ১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জি.আর/সি.আর ও সাজা পরোয়ানাসহ সর্বমোট ১৯০টি গ্রেফতারী পরোয়ানা তামিলসহ অন্যান্য ভাবে নিষ্পত্তি করা হয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D