২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮
রাজধানী দখলে রাখার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। তাদের এই ঘোষণার মধ্য দিয়ে বিরোধী দুই রাজনৈতিক শক্তি একই দিনে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিল।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর ১৪ দলের সমাবেশ প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।
আগামী শনিবার (২৯ সেপ্টেম্বর) বিএনপিরে সমাবেশের কর্মসূচী রয়েছে। এর আগে আগামী বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে সংবাদ সম্মেলনে তা দুইদিন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।
মূলত বিএনপিকের প্রতিহত করতে ওইদিনই সমাবেশের ঘোষণা দিয়েছে ১৪ দল। ওইদিন চক্রান্তকারীরা মাঠে নামবে উল্লেখ করে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা দেখবো কারা মাঠে নামবে আর কে নামবে না?’
ঢাকা দখলের ঘোষণা দিয়ে নাসিম বলেন, ‘আগে থেকেই ঢাকা দখলে ছিল, ইনশাল্লাহ আগামীতেও ঢাকা আমাদের দখলে থাকবে।’ শুধু ঢাকা নয় সারা বাংলাদেশই শেখ হাসিনার দখলে থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
জোটের নেতাকর্মীদের যেকোনো চক্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে এই নেতা বলেন, ‘আপনারা এলাকায় প্রস্তুত থাকবেন, যেন ওই অপশক্তি (বিএনপি) মাঠে নামতে না পারে। ওদের মাঠে প্রতিহত করবেন, রাস্তায় প্রতিহত করবেন। চক্রান্তকারীরা মাঠে নামবে। আমরা দেখবো কারা মাঠে নামবে আর কে নামবে না। আগামী একটা মাস আপনাদের কোন কাজ নেই। ১৪ দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পাড়া-মহল্লায় আপনারা সজাগ থাকবেন। কোন চক্রান্ত নৈরাজ্য হলে জনগণকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ আমরা প্রতিহত করব।’
আওয়ামী লীগ ও ১৪ দল নির্বাচনী প্রচার শুরু করেছে জানিয়ে নাসিম বলেন, ‘নির্বাচনের প্রচার এর কাজ শুরু হয়ে গেছে। আমাদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ইতিমধ্যে জেলা উপজেলায় নির্বাচনী প্রচার এর কাজ শুরু হয়েছে। ১৪ দলের শরিক দলগুলো গুলো দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রচারের কাজ শুরু করে দিয়েছে। নির্বাচনের কাজ করে যাচ্ছে।আমরা এবার চাই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। কিন্তু যখন কোন উত্তপ্ত রাজনীতিবিদরা, দলছুট রাজনীতিবিদরা যাদের আদর্শের কোন ঠিকানা নেই, দলের কোনো স্থায়ী ঠিকানা নেই,তারা গণতন্ত্রের কথা বলে, তখন আমাদের সন্দেহ হয় আবারো সেই অসৎ চক্রান্ত শুরু হয়ে গেছে কি না।’
২৯ সেপ্টেম্বরের সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে ১৪ দলের সমন্বয়ক বলেন, ‘আপনারা ১৪ দলের প্রোগ্রামে আসবেন। সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ১৪ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ঢাকার প্রতিটি ঘরে ঘরে এ বার্তা পৌঁছে দিতে হবে। ২৯ তারিখ ১৪ দলের সমাবেশ। আপনারা আপনাদের এমপিকে নিয়ে ঘরে ঘরে পৌঁছে যান।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D