প্রতিশ্রুতি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে সিলেটে ‘নারকস’র আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮

প্রতিশ্রুতি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে সিলেটে ‘নারকস’র আলোচনা সভা অনুষ্ঠিত

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার : মাদকাসক্তি চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্র সমূহের বিভাগীয় সংগঠন নারকস’র উদ্যোগে বুধবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট নগরীর উপশহরস্থ প্রতিশ্রুতি মাদকাসক্তি চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রে আয়োজিত সভায় চিকিৎসা ও পূর্নবাসন প্রক্রিয়ার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়।
মাদক নির্ভরশীলতা দূরীকরনে আরোও কার্যক্রম সচেতনামূলক প্রোগ্রাম করার উদ্যোগ গ্রহণ করা হয়। যুব ও কিশোরদের সমাজে সুস্থ্য বিনোদনের ব্যবস্থা গ্রহণ করা এবং প্রশাসন সহ সুশীল সমাজকে মাদকের বিরুদ্ধে এগিয়ে আসার আহবান জানানো হয় সভা থেকে।

নারকসের সহ-সভাপতি ও সুর্য মাদকাসক্তি চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রের পরিচালক এজাজ ঠাকুর এর সভাপতিত্বে ও নারকসের সাধারণ সম্পাদক এবং প্রতিশ্রুতি মাদকাসক্তি চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল ইসলাম তুহিন এবং সাংগঠনিক সম্পাদক এবং নিউ প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক জাহেদ আহমদ বাবুর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নারকসের সভাপতি ও এমইন লাইফ মাদকাসক্তি চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রের চেয়ারম্যান সৈয়দ কিজির হোসেন এনু, নারকসের সহ-সভাপতি ও বাধন মাদকাসক্তি চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক কামাল আহমদ খান, নারকসের অর্থ সম্পাদক ও প্রত্যাশা মাদকাসক্তি চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রের পরিচালক মো. নুরুজ্জামান, নারকসের দপ্তর সম্পাদক ও আহবান মাদকাসক্তি চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রের পরিচালক মাসরুর আলম, নারকসের সিনিয়র সদস্য ও প্রত্যাশা মাদকাসক্তি চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আহমদ, নারকসের সিনিয়র সদস্য ও নিউ প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মিহির দেব, নারকসের সিনিয়র সদস্য ও আদর মাদকাসক্তি চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রের পরিচালক জিয়া উদ্দিন প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট