ফেঞ্জুগঞ্জে মোটর সাইকেলসহ চোর আটক

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮

ফেঞ্জুগঞ্জে মোটর সাইকেলসহ চোর আটক

ফেঞ্জুগঞ্জ থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে চুরি হয়ে যাওয়া একটি মোটর সাইকেলসহ ফাইয়াজ বিন নুর ফাহিম(২৩) নামে এক চোরকে আটক করেছে।

রোববরা রাত সাড়ে আটটায় ফেঞ্জুগঞ্জ উপজেলার মাইজগাও এলাকা থেকে পালসার মোটর সাইকেলসহ তাকে আটক করা হয়।

ফেঞ্জুগঞ্জ থানার ওসি তদন্ত খালেদ চৌধুরী জানিয়েছেন আটক যুবক উপজেলার মাইজগাও এলাকার এনামুল হকের পুত্র।

জানা গেছে, গত আগষ্ট মাসে সিলেট শহরতলী থেকে মোটর সাইকেলটি চুরি হয়। মোটর সাইকেলের মালিক সিলেট শহরতলীর বাসিন্দা আব্দুল মতিন খোকনের পুত্র সিহাম মাহদি মাহি। চুরি হওয়ার পর মোটর সাইকেলের মালিক গত ১৭ আগষ্ট এয়ারপোর্ট থানায় জিডি করেছিল। জিডি নং ৬৪৯।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট