গোলাপগঞ্জের মেয়র পদে মনোনয়ন সংগ্রহের আহবান সিলেট জেলা বিএনপির

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৮

গোলাপগঞ্জের মেয়র পদে মনোনয়ন সংগ্রহের আহবান সিলেট জেলা বিএনপির

আসন্ন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি দলীয় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়নপত্র সংগ্রহের জন্য আহবান জানিয়েছে সিলেট জেলা বিএনপি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানান জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন প্রত্যাশীদের জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে জেলা বিএনপির সভাপতি বরাবর জমা দেয়া যাবে।

উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র সিরাজুল জব্বার চৌধুরী গত ৩১ মে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শূন্য হওয়া মেয়রের পদে ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১০ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৭ সেপ্টেম্বর।

প্রসঙ্গত, ২০১৫ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন সিরাজুল জব্বার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট