বেগম খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৮

বেগম খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে তারা দেখা করেন। বিএনপির চেয়ারপারসনের বোন সেলিমা ইসলাম, ব্যক্তিগত চিকিৎসক মামুনসহ পাঁচজন এই প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে। সাক্ষাত শেষে বিকেল সাড়ে ৫টায় তারা কারাগার থেকে বেরিয়ে যান। তবে, গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেননি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। এরপর থেকেই তিনি কারাগারে আছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট