ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অনুমোদন, সভাপতি শোভন সম্পাদক রাব্বানী

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৮

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অনুমোদন, সভাপতি শোভন সম্পাদক রাব্বানী

১ আগস্ট ২০১৮, বুধবার : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। দুই বছরের নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী। এ ছাড়াও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে এসব কমিটি ঘোষণা করেন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার কথা জানানো হয়।

এদিকে ছাত্রলীগের ঢাকা মহানগর (উত্তর) শাখা কমিটিতে সভাপতি হয়েছেন মো. ইব্রাহিম এবং সাইদুর রহমান হৃদয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

ঢাকা মহানগর (দক্ষিণ) শাখা কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান। সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. জোবায়ের আহমেদ।

ছাত্রলীগের ঢাবি শাখায় সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসাইন।

চলতি বছরের ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যবার সম্মেলনে কমিটি ঘোষণা করা হলেও এবার তার আড়াই মাস পর আজ কমিটি ঘোষণা করা হলো। কমিটির ঘোষণার আগে শেখ হাসিনা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের গণভবনে ঢেকে তাদের সঙ্গে কথা বলেন।