ছাত্রলীগের নাম ভাঙিয়ে অন্য কেউ হামলা করে থাকতে পারে : কাদের

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৮

ছাত্রলীগের নাম ভাঙিয়ে অন্য কেউ হামলা করে থাকতে পারে : কাদের

‘সম্মেলনের পর ছাত্রলীগের কমিটি নেই, ছাত্রলীগের নাম ভাঙিয়ে অন্য কেউ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা করে থাকতে পারে’ বলে অভিমত ব্যক্ত বরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার তিনি এই অভিমত ব্যক্ত করেন।

বিস্তারিত আসছে….

এর আগে শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কোটা সমস্যার সমাধানে সরকার এখন একেবারে রাইট ট্র্যাকে আছে। এখানে ফর্মালি একটা কমিটি গঠন করা হয়েছে কেবিনেট সেক্রেটারির নেতৃত্বে। এই কমিটি খোঁজ খবর নিচ্ছে, অন্যান্য দেশেরও তথ্য উপাত্ত সংগ্রহ করছে। আমার মনে হয় বিষয়টা দ্রুত এগিয়ে যাচ্ছে।’

কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমি শুধু কোটা সংস্কার আন্দোলনে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো ধৈর্য ধরার জন্য। প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছেন এই পদক্ষেপের প্রতি আস্থা রেখে আরেকটু ধৈর্য ধরতে অনুরোধ করবো।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট