সিসিকের মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৮

সিসিকের মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

হযরত শাহজালাল (রহ.)’র মাজার জিয়ারত করে দরগাহ এলাকা থেকে আনুষ্টানিক নির্বাচনী প্রচারনা শুরু করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, অরিফুল হক চৌধুরী ও বদরুজ্জামান সেলিম।

মঙ্গলবার বেলা ১১টায় হযরত শাহজালাল (রহ) মাজার জিয়ারত করে আনুস্টানিক প্রচারনা শুরু করেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। এসময় তিনি মাজার প্রাঙ্গন ও প্রধান সড়কের ব্যবসায়ীদের সঙ্গে গন-সংযোগ করেন।

এসময় কামরানের সাথে জেলা মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া দুপুর ১২টার দিকে মাজার জিয়ারতে যান বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি মাজার জিয়ারত শেষে মাজার প্রাঙ্গনে গনসংযোগ করেন। শাহজালাল মাজারে জিয়ারত ও মোনাজাত শেষে স্থানীয় ১নং ওয়ার্ডের ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান আরিফ।

এসময় তার সাথে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

এদিকে একইদিন দুপুরে দরগাহ এলাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী নাগরিক কমিটি’র প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে গনসংযোগ করতে দেখা যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট