জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাকিলসহ দুজন কারাগারে

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৬

জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন তাপাদার শাকিল এবং আইনজীবী সহকারি মো: জাকির হোসেনকে জেল হাজতে প্রেরণ করেছেন সিলেটের একটি জুডিসিয়াল আদালত।

একটি নারী ও শিশু নির্যাতন মামলায় আজ রোববার আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

চুরির অপবাদে হাফিজ আহমদকে নামের এক কিশোরকে মারধরের অভিযোগে ১৫ আগষ্ট জকিগঞ্জ থানায় সাহাব উদ্দিন শাকিলসহ ৬ জনকে আসামী দিয়ে মামলা করেন কিশোরের পিতা পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের মকবুল মিয়া। মামলার পর থেকে পলাতক ছিলেন কাউন্সিলর সাহাব উদ্দিন শাকিলসহ অন্য আসামীরা।

পুলিশ এ মামলার এজাহারভূক্ত আসামী গুলজার আহমদ নামের এক কলেজ ছাত্রকে গত সপ্তাহে আটক করে আদালতে প্রেরণ করে। রবিবার এ মামলায় কাউন্সিলর শাহাব উদ্দিন শাকিল ও আইনজীবি সহকারী জাকির হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না’মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

অপরদিকে পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন শাকিলের মুক্তির দাবী জানিয়েছেন জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দিন বলেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে সোমবার আমরা পরিষদের বৈঠক ডেকেছি। সেখানে পরিষদের সদস্যদের সাথে আলোচনা করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট