বেলজিয়ামে মুসলিম তরুণীর ওপর ভয়াবহ বর্ণবাদী হামলা

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৮

বেলজিয়ামে মুসলিম তরুণীর ওপর ভয়াবহ বর্ণবাদী হামলা

ব্রাসেলস : বেলজিয়ামের ব্রাসেলসে বর্ণবাদী হামলার শিকার হয়েছেন একজন মুসলিম তরুণী। দু’জন অজ্ঞাত পুরুষ হামলাকারী এসময় তার ওপর পাশবিক নির্যাতন চালান বলে দেশটির মিডিয়ার খবরে বলা হয়েছে।

সোমবার রাতে ব্রাসেলসের কাছে এন্ডারলিউস শহরে এই ঘৃণ্য অপরাধ সংগঠিত হয়। নিরাপত্তার কারণে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।

বেলজিয়ামের সরকারি সংবাদ সংস্থা ‘বেলগা’র খবর অনুযায়ী, সোমবার (২ জুলাই) ১৯ বছর বয়সী ওই তরুণী রাতে হাঁটতে বেরিয়েছিলেন। এসময় অজ্ঞাত দু্’জন পুরুষ তার পথরোধ করেন।

তারা ওই তরুণীর হিজাব খুলে নেয় এবং তার গায়ের পোশাক টেনে ছিঁড়ে তার শরীরের উপরের অংশ নগ্ন করে ফেলে।

এ অবস্থায় তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলে তারা তাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয় এবং ‘নোংরা আরব’ বলে তাকে গালিগালাজ করতে থাকে।

তারপর আক্রমণকারীরা ধারালো অস্ত্র দিয়ে পেট এবং পা’সহ তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়।

পুলিশ এখনো ওই তরুণীর স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানায়নি। স্থানীয় পুলিশ হামলার এই ঘটনা তদন্ত শুরু করেছে।

এন্ডারলিউসের মেয়র ফিলিপ টাইসন বুধবার ওই আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়েছেন।

মেয়র তার ফেসবুক একাউন্টে বলেন, ‘আমাদের শহরে আমার একজনের নাগরিকের বিরুদ্ধে বর্ণবাদী হামলা ঘটনার কথা আমি জেনেছি। এটি একটি ঘৃণ্য কাজ যা আমাদের সকলকেই কষ্ট দেয়। আমাদের নাগরিকরা বর্ণবাদী আগ্রাসনের শিকার হচ্ছে- যা কোনোভাবেই আমরা সহ্য করতে পারি না।’

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট