দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই কাজ করবে : কামরান

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০১৮

দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে সবাই কাজ করবে : কামরান

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের একাধিক নেতা দলীয় মনোনয়ন পেতে আগ্রহী। তবে এক্ষেত্রে তাদের মধ্যে কোন অনৈক্য নেই। দলে যাকেই মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে সকলে কাজ করবেন- এমনটি জানিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।

শনিবার সকালে নগরীর শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের পর আসন্ন সিটি নির্বাচনে দলীয় মনোননয়ন পাওয়া নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় কামরান আরো বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। এই দল থেকে অনেকে মনোনয়ন চাইছেন। ২২ তারিখে কেন্দ্রীয় নেতারা এব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হবেন। দলীয় প্রার্থী ঘোষণা করবেন।’

কামরান বলেন, দল যাকে মনোননয়ন দেবে আমরা ঐক্যবদ্ধভাবে তাঁর পক্ষে মাঠে নেমে সিলেটে নৌকার বিজয় ছিনিয়ে আনবো।

এসময় নিজে মনোনয়ন পাওয়া ও বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই মেয়র।

সকালে কামরান ও আরিফ একসাথে শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন। এরপর দুজন কুলাকোলিও করেন।