ভারতের কাছে প্রধানমন্ত্রীর দুর্বলতা সীমাহীন : এমাজউদ্দিন

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৬

ভারতের কাছে প্রধানমন্ত্রীর দুর্বলতা সীমাহীন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘রামপাল বিদ্যুৎ প্রকল্প এবং সুন্দরবন’ শীর্ষক এক গোলটেবিল সভায় তিনি এ মন্তব্য করেন।

এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘ভারতের সবকিছুই প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত মহান বলে মনে হয়। ভারতের কাছে তার দুর্বলতা সীমাহীন। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, দয়া করে দেশের স্বার্থে দৃষ্টিভঙ্গিটা একটু বদলান।’

এনটিপিসির স্থান বাংলাদেশে হবে না উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি বলেন, এনটিপিসি একটি দুর্নীতি পরায়ণ কোম্পানি। রামপালে যে বিদ্যুৎ প্রকল্পের কথা বলা হচ্ছে এনটিপিসি তাদের নিজেদের দেশেই বাস্তবায়ন করতে পারতো কিন্তু দুর্নীতির কারণে তারা সেখানে পারে নি। বাংলাদেশের মানুষ সচেতন হলে এদেশেও তাদের স্থান হবে না।’

প্রধানমন্ত্রীকে অনুরাধ জানিয়ে এমাজউদ্দিন বলেন, ‘২০১৪ সালে মস্কোতে এক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছিলেন ভবিষ্যতে আমাদের দেশে বাঘের সংখ্যা বৃদ্ধি করা হবে, পাশাপাশি চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পাবার পর তিনি বলেছিলেন যত সমস্যাই হোক পরিবেশের ক্ষতি হয় এমন কাজ আমি করবো না। তাই এই দুটো বক্তব্যকে স্মরণ করে প্রধানমন্ত্রীর উচিৎ সুন্দরবন ধ্বংসের রামপাল প্রকল্প থেকে সরে আসুন।’

‘সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিদ্যুৎ আমাদের প্রয়োজন কিন্তু তার বহু বিকল্প পথ আছে। তাই জাতীয় স্বার্থের কথা চিন্তা করে সুন্দরবন রক্ষা করা আমাদের দায়িত্ব।’

আয়োজক সংগঠনের সভাপতি আকবার হোসেন ভূইয়া নান্টুর সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সভায় আরো বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।