২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মে ৩০, ২০১৮
অসুস্থতার কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঠিকভাবে হাঁটতে পারছেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পরও আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন পর্যন্ত সরকার তাঁকে আটকে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘মূল মামলায় দেশনেত্রীর জামিন হয়ে গেছে। তারপরও একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে তাকে বের হতে দেওয়া হচ্ছে না। সেই মিথ্যা মামলায়ও হাইকোর্ট থেকে জামিন পাচ্ছেন। কিন্তু সেই জামিনও সরকার আটকে দিচ্ছে। তিনি যেন বের হতে না পারেন, তার সব ব্যবস্থা করছে। এর পেছনে একমাত্র উদ্দেশ্য হলো, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা। সরকার আগামী ডিসেম্বরের নির্বাচন পর্যন্ত তাকে আটকে রাখার চেষ্টা করছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল খালেদা জিয়ার পরিবারের সদস্যরা দেখা করতে গিয়েছিলেন। তিনি অত্যন্ত অসুস্থ। এই অসুস্থতা এমন পর্যায় গিয়েছে যে ঠিকমতো হাঁটতে পারছেন না। আমরা এর আগেও বলেছি তার বাঁ হাত অবশ হয়ে গেছে। তিনি আগে থেকে আরথ্রাইটিস, ব্যাক পেইনে ভুগছিলেন। এগুলো বেড়ে গেছে। চিকিৎসকরা বলেছেন, তার এমআরআই দরকার। ফিজিওথেরাপি দরকার। সেই ফিজিওথেরাপি তিনি পাচ্ছেন না।’
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘কারাগারের স্যাঁতসেঁতে পরিবেশে তিনি প্রতিদিন অসুস্থ হচ্ছেন। এখন প্রতি রাতে তার জ্বর আসে। এই কারাগারে এখন কোনো জেনারেটর নেই। আমরা যখন কারাগারে ছিলাম, তখন কখনই বিদ্যুৎ যেত না। জেনারেটর দিয়ে সার্ভিস দেওয়া হতো। এখন বিদ্যুৎ চলে গেলে কোনো ফ্যান কাজ করে না, বাতি জ্বলে না। মোমবাতি আর হাতপাখা ব্যবহার করতে হয়। সারা জীবন তিনি যেটায় অভ্যস্ত, তার ন্যূনতম সুবিধা তাকে দেওয়া হচ্ছে না। এই অমানবিকতা, নিষ্ঠুর আচরণ তার সঙ্গে করা হচ্ছে।’
‘কারাগারে যাঁরা প্রথম শ্রেণিপ্রাপ্ত, তারা অনেক কিছু বাইরে থেকে নিয়ে আসতে পারেন। আমরাও ভোগ করেছি। কিন্তু সেগুলো দেশনেত্রীকে দেওয়া হচ্ছে না। বাইরে থেকে পরিবার যে খাবার পাঠাচ্ছেন, সেটাও তাকে দেওয়া হচ্ছে না। এ মুহূর্তে খালেদা জিয়ার এমআরআই ও সঠিক চিকিৎসা করা দরকার। আমরা চাই, বিলম্ব না করে বিশেষায়িত হাসপাতাল, বিশেষ করে তার পছন্দের ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হোক।’
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D