অনেক মাদক সম্রাট সংসদেই আছে, তাদের ফাঁসি দেন : এরশাদ

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৮

অনেক মাদক সম্রাট সংসদেই আছে, তাদের ফাঁসি দেন : এরশাদ

Manual7 Ad Code

অনেক মাদক সম্রাট সংসদেই আছে। আইন পাস করে মাদকের সঙ্গে জড়িতদের ফাঁসি দেন বলে পরামর্শ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, মাদক নির্মূলের নামে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে।

Manual8 Ad Code

বুধবার (২৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির ইফতার মাহফিলে তিনি মাদক প্রতিরোধে আইন করার জোর দাবি জানান।

মাদক ব্যবসায়ীদের ক্রসফায়ারে দেয়া প্রসঙ্গে এরশাদ বলেন, মাদক ব্যবসায়ীদের নামে রাজনৈতিক নেতাদের ক্রসফায়ার দেয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা উচিত। সবার বিচার পাওয়ার অধিকার আছে। এভাবে বিচারবহির্ভূত হত্যা করা অন্যায়।

তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িতদের শাস্তি দিতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করুন। সংসদে বিল আনুন, আমরা পাস করিয়ে দেব। এভাবে বিচার ছাড়া হত্যা করা উচিয় নয়।

Manual2 Ad Code

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বিচার পাওয়ার অধিকার সবার আছে। মাদকের নামে কাকে হত্যা করা হচ্ছে তা জানানো উচিত। ক্রসফায়ারে নিহত ব্যক্তির পরিচয় সবাইকে জানান।

ইফতার মাহফিলে আসতে দুই ঘণ্টার বেশি সময় লেগেছে জানিয়ে তিনি বলেন, যানজট বিকট আকার ধারণ করেছে। এই শহরে আর বসবাস করা যায় না। মাত্র ১৫ মিনিটের রাস্তায় দুই ঘণ্টা সময় লাগে। এটা রাজধানী শহর হতে পারে না!

Manual6 Ad Code

তিনি বলেন, আমরা ক্ষমতায় এলে এতো যানজট থাকবে না। প্রাদেশিক সরকার ব্যবস্থার মাধ্যমে রাজধানীকে বসবাসের উপযোগী করা হবে।

Manual5 Ad Code

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ প্রেসিডিয়াম সদস্যরা।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code