কোটা বিরোধী আন্দোলনে জড়িতরা পাকিস্তানিদের দোসর : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, মে ১৪, ২০১৮

কোটা বিরোধী আন্দোলনে জড়িতরা পাকিস্তানিদের দোসর : খাদ্যমন্ত্রী

একাত্তারের ঘাতক দালাল ও পাকিস্তানিদের দোসররা মুক্তিযুদ্ধের পক্ষের প্রজন্মকে বঞ্চিত করার জন্যই কোটা বিরোধী আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রবিবার বিকালে সাভারের হেমায়েতপুরের শ্যামপুরে মৈত্রী সংঘ উচ্চ বিদ্যালয়ের ২৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘৭১-এর ঘাতক ও দালাল কমিটি দুইবার ক্ষমতায় থেকে সরকারি চাকুরিসহ নানা সুবিধা আদায় করেছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হওয়ায় তারা আবারো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই কোটা বিরোধী আন্দোলনকে উসকে দিচ্ছে। যাতে দেশে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি হয়।’

এসময় তিনি দেশবাসীকে মুক্তিযুদ্ধের পক্ষে সজাগ থাকতে আগামী নির্বাচনে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে শেখ হাসিনাকে আবারো বিজয়ী করার আহ্বান জানান।

মৈত্রী সংঘ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এছাড়া আমন্ত্রিত অতিথি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বিদ্যালয়টির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে মন্ত্রী ওই বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুমেরও উদ্বোধন করেন।