১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮
‘এবারের বাজেট নির্বাচনী বাজেট নয়। এবারের বাজেট চার লাখ ৬০ হাজার কোটি টাকার মতো হবে। তা আগামী ৪/৫ দিনের চূড়ান্ত হবে’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘ট্যাক্সরেট (করহার) কমানো হতে পারে। এটা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে।’
মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে হোটেল র্যাডিসন ব্লুর বলরুমে ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান নিবেদন করছে আইএফআইসি ব্যাংক।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এখনও বাজেটের আকার ঠিক হয়নি। আশা করছি আগামী ৫-৭ দিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে। তবে মনে রাখতে হবে এটি নির্বাচনী বাজেট নয়। এটি সরকারের ধারাবাহিক বাজেট।’
অর্থমন্ত্রী বলেন, ‘বাজেট নিয়ে এবার আমরা অনেক আগে জানুয়ারিতেই শুরু করেছি। অন্যান্যবার মার্চে করা হতো।’ তিনি বলেন, ‘বাজেট নিয়ে ১৬টি আলোচনা করব। এর মধ্যে আজকেরটা সহ ১২ টা।’
বাজেট নিয়ে সরাসরি অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করেছে এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
২০১৮-১৯ অর্থবছরের বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশাগুলোকে নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষকসহ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিতেই এনটিভি ও এফবিসিসিআইর যৌথ উদ্যোগ ‘কেমন বাজেট চাই’। এগারো বারের মতো এ আয়োজনে আগামী অর্থবছরের বাজেট নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তুলে ধরা হয় প্রত্যাশা এবং চ্যালেঞ্জের বিভিন্ন দিক।
বিনিয়োগ, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প-বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন খাতে বিগত দিনের বাজেটের প্রাপ্তি-অপ্রাপ্তির পাশাপাশি আসছে বাজেটের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয় অনুষ্ঠানে।
এবারের আয়োজনে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক ড. কে এ এস মুর্শেদ এবং ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন। তৈরি পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন এফবিসিসিআইর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D