প্রধানমন্ত্রীর বক্তব্য হোমিওপ্যাথিকের বদলে শৈল্য চিকিৎসা : অধ্যাপক আকাশ

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮

প্রধানমন্ত্রীর বক্তব্য হোমিওপ্যাথিকের বদলে শৈল্য চিকিৎসা : অধ্যাপক আকাশ

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা পরিস্থিতি বিবেচনায় হোমিওপ্যাথিক চিকিৎসার বদলে এটাকে শৈল্য চিকিৎসা বলে অবিহিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এম এম আকাশ।

বুধবার সন্ধ্যায় বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে যুগান্তকারী সিদ্ধান্ত উল্লেখ করে অধ্যাপক আকাশ বলেন, এর মাধ্যমে ঊনিশ বাহাত্তরের সংবিধানে দেয়া নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। কেননা, বাহাত্তরের সংবিধান অনুসারে সরকারি চাকরিতে কোনো কোটা প্রথা থাকতে পারে না।

তিনি বলেন, উন্নত দেশ গড়তেও এটা বিলুপ্তি প্রয়োজন। কেননা, সরকারি চাকরিতে কোটা থাকলে দক্ষ কর্মকর্তা নিয়োগ পায় না। এটা খুবই বৈষম্যের দিক। এ থেকে বেরিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।

অধ্যাপক আকাশ বলেন, কোটা সংস্কারের ঝুঁকি না নিয়ে একেবারেই বাতিল করাটা খুবই ভাল হয়েছে। বাতিল করার চেয়ে কোটা সংস্কারের বিষয়টি সরকারের জন্য বেশি রাজনৈতিক ঝুঁকি ছিল বলে উল্লেখ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট