প্রবাসী বাংলাদেশীরা আমাদের আত্মার আত্মীয় এবং দূর্যোগ-দূর্র্দিনের বন্ধু : মেয়র আরিফ

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

প্রবাসী বাংলাদেশীরা আমাদের আত্মার আত্মীয় এবং দূর্যোগ-দূর্র্দিনের বন্ধু : মেয়র আরিফ

‘আখি এব্রোড’ ইউকে ডেলিগেশনের সাথে বিএইচ আরবি’র মতবিনিময় অনুষ্ঠান

সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশীরা আমাদের আত্মার আত্মীয়, সকল দূর্যোগ-দূর্দিনের পরীক্ষিত বন্ধু। দেশ ও জাতির সংকটে- দুঃসময়ে বিশ্বের বিভিন্ন দেশে আমাদের অভিবাসী ভাই-বোনেরা সব সময় সহমর্মিতার মনোভাব নিয়ে সাহায্য,সহযোগিতার হাত প্রসারিত করে দূর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরই ধারাবাহিকতায় বর্তমানেও অবর্ণনীয় জুলুম-নির্যাতনের শিকার রোহিঙ্গা শরণার্থীদের দুঃখ-দুর্দশা লাঘবেও তারা তৎপর রয়েছেন।
গত ৪এপ্রিল বুধবার সন্ধ্যায় নগরীর উত্তর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে যুক্তরাজ্য ভিত্তিক সেবা সংস্থা ‘আখি এব্রোড’র ত্রাণ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো সিলেট বিভাগীয় চাপ্টার আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ মানবাধিকার ব্যুরো সিলেট বিভাগীয় চাপ্টারের সভাপতি, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক ও প্রবাসী বিষয়ক গবেষক মুহাম্মদ ফয়জুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রফেসর ড.আব্দুল আউয়াল বিশ্বাস, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো.লালা, যুক্তরাজ্য ভিত্তিক সেবা সংস্থা ‘আখি এব্রোড’ ত্রাণ প্রতিনিধিদলের প্রধান সমন্বয়কারী, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র সাউথ-্ইস্ট রিজিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট স্টেশন ক্বাবের সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি সংগঠক ইকবাল হোসেন এবং ‘আখি এব্রোড’ইউকে ত্রাণ প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ মামুন হোসেইন।
বাংলা টিভি’র সিলেট ব্যুরো চিফ আবু তালেব মুরাদ-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক কাজির বাজার পত্রিকার নির্বাহী সম্পাদক সুজাত আলী, দৈনিক শুভ প্রতিদিনের প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদি, জি এস সি ্ইউকে সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার আব্দুস সামাদ নজরুল, সিলেট সিটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেনুয়ারা আক্তার চিনু, ক্যাপ্টেইন একাডেমীর অধ্যক্ষ মোসাম্মৎ বদরুন্নেছা, বুধবারী বাজার ইউপি চেয়ারম্যান মো.শরফ উদ্দিন, সিলেট প্রেস ক্বারেব পাঠাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খালেদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য ‘আখি এব্রোড’র ইউকে ডেলিগেশন প্রতিনিধিদল গত সপ্তাহে কক্সবাজার জেলার টেকনাফ উকিয়া রোহিঙ্গা স্বরনার্থী শিবিরে স্বরনার্থী পরিবারের মধ্যে ৬০ লক্ষ ৮০ হাজার টাকার মূল্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট