লন্ডন বিএনপির সাবেক সভাপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

লন্ডন বিএনপির সাবেক সভাপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

বালাগঞ্জ প্রতিনিধি : যুক্তরাজ্যস্থ প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য, যুক্তরাজ্যের লন্ডন বিএনপির সাবেক সভাপতি এমএ শহীদ সফিক মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে প্রয়াতের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের হাজিপুর গ্রামের বাড়িতে পারিবারিক উদ্যোগে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল কাইয়ুম।

মাহফিলে প্রয়াতের বড় ছেলে যুক্তরাজ্যস্থ দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাজ্যস্থ প্রবাসী গহরপুর মাদরাসাবাজার উন্নয়ন কমিটির সাধারণ শহীদ আবুল কালাম সেতু, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান মুজিব, প্রবীণ মুরুব্বী ফজলু মিয়া, এমএ মালেক, আমরু মিয়া, খালিছ মিয়া, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম তালুকদার, সমাজকর্মী জিয়াউর রহমান সাজু, সুহেল বারী, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল প্রমুখ শরিক হন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট