কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৮

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১

কক্সবাজার জেলার টেকনাফে একটি রোহিঙ্গা ক্যাম্পে ‘দুই ডাকাত দলের’ মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

নিহতের নাম নাম, হোসেন আলী (৩২) ওরফে বাইল্লা। তিনি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বাছা আলীর ছেলে।

এ ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন— আবদু রাজ্জাক (২৬) ও আবদুস সালাম (৩২)।

পুলিশ সুত্রে জানাযায়, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটে। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, নিহত হোসেন আলী (৩২) ওরফে বাইল্লা রোহিঙ্গা ডাকাতের সর্দার আবদুল হাকিমের প্রধান সহযোগী। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, এই ঘটনায় রোহিঙ্গা ডাকাত আবদুর রাজ্জাক ও আবদুস সালামকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের নিয়ে পাহাড়ে অভিযান পরিচালনা করা হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট