গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮

গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় আসিফ রহমান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত অাতিফ রহমান ভাদেশ্বর মাইজভাগের মুজিবুর রহমানের ছেলে, সে নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেনির ছাত্র।

সোমবার বেলা তিনটার দিকে উপজেলার সুনামপুর সড়কের পল্লি বিদ্যুৎ অফিসের পাশে রাস্তার মধ্যে গর্তে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে চন্দ্ররপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় সড়কের একটি গর্তে পড়ে গেলে বিপরীতগামী একটি মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই আসিফ মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহি আসিফ একা ছিল বলে জানান প্রত্যক্ষদর্শিরা।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি ফজলুল হক শিবলী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট