সিলেট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০১৮

সিলেট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ বলেছেন, শিক্ষা কার্যক্রমকে ডিজিটালের আওতায় আনতে শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ প্রদান করছে। সরকার শিক্ষাকে বিনিয়োগ খাত হিসেবে গ্রহণ করেছে, কারন জাতিকে যত শিক্ষিত করা যাবে দেশে তত সম্ভাবনা বাড়বে। দেশ উন্নত হবে। রবিবার উপজেলা শিক্ষা অফিস আয়োজিত সিলেট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরার সভাপতিত্বে ও চানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর একে এম আনিছুজ্জামান ভূইয়া, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রোমান মিয়া, দিলীপময় দাস চৌধুরী, মো. আশরাফুল আলম, লিপিকা রায়, রকিবুল হাসান, রুমি রানী পাল।

এদিকে উপজেলায় জাতীয় সংগীত প্রতিযোগীতায় যারা বিজয়ী হয়েছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।