শাহ্ আরফিনে পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৮

শাহ্ আরফিনে পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ্ আরফিন পাথর কোয়ারিতে মাটিচাপায় তিন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার নিহত শ্রমিক আফাজ উদ্দিন এর ভাই মুহিব আলী বাদী হয়ে চারজনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামী করা হয়েছে। এজাহারনামীয় আসামীরা হচ্ছে- শাহ্ আরফিন টিলা এলাকার শুক্কুর হাজীর পুত্র বশর মিয়া ও কালা মিয়া, পাড়–য়া কালাসাদক এলাকার নুরুল ইসলাম ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামলাবাদ গ্রামের কয়েছ আহমদ। এ ঘটনায় আটক আসামী কালা মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শাহ্ আরফিনে স্থানীয় বশর, কালা মিয়া ও তাদের সহযোগীদের গর্তে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় শ্রমিক আফাজ উদ্দিন, জাহিদ হোসেন ও কাছা মিয়া নিহত হন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপর গর্তের মালিক কালা মিয়াকে আটক করা হয়। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট