হরিপুর মাদ্রাসার ছাত্র মুজাম্মিল হত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৮

হরিপুর মাদ্রাসার ছাত্র মুজাম্মিল হত্যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার দারুল হাদিস মাদ্রাসার ছাত্র মুজম্মিল আলী হত্যা এবং কওমী আলেম উলামার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক দাবীতে শুক্রবার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কওমী, আলেম উলামা ও বিভিন্ন মসজিদের মুসল্লীরা এ সমাবেশের আয়োজন করেন।
বাদ জুম’আ নগরীর বিভিন্ন মসজিদ থেকে ইমাম ও মুসল্লিরা মিছিল সহকারে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের বিচারের দাবী করেন। পরে সিটি পয়েন্টে এসে পথ সভায় মিলিত হয়।
হরিপুর বাজার দারুল হাদিস মাদ্রাসার শায়খুল হাদিস ও শাহ আবু তোরাব জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদির বাগরখালীর সভাপতিত্বে, হাফিজ আব্দুল করিম দিলদার ও হাফিজ শাহিদ আহমদ হাতিমির যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, এডভোকেট মোহাম্মদ আলী, জামেয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা তোফায়ের আহমদ ওসমানী, মাদানী কাফেলা বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা রফিক আহমদ মহল্লী, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ কবির আহমদ, ছাত্রনেতা হাফিজ সাব্বির আহমদ রাজি, শাহ সুন্দর মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ছালিক আহমদ, এম আনোয়ারুল হক, মাওলানা আবুল খয়ের, মাওলানা আমিনুর রশীদ, মাওলানা বিলাল আহমদ, মাওলানা আব্দুল আহাদ আল আতিক, মাওলানা জাহেদ আহমদ, আবু বক্কর সিদ্দিক, হাফিজ জাহেদ আহমদ, শামীম আহমদ, দেলোয়ার হোসেন ইমরান, মাহমুদুল হাসান, ক্বারী হেলাল আহমদ প্রমুখ।

বক্তব্য রাখছেন মাওলানা আব্দুল কাদির বাগরখালী

বক্তারা বলেন, হযরত শাহজালাল (রহ.) এর পূণ্যভূমি সিলেটের মাটিতে ৩৬০ আউলিয়া সহ অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছেন। সিলেটের হক্কানী আলেমরা সারা পৃথিবীতে সুনাম কুড়িয়েছেন। এখনও এ দ্বারা অব্যহত আছে। সেই শাহজালালের মাটিতে দাঁড়িয়ে কেউ হক্বানী আলেম-উলামার রক্ত ঝরাবে-তা মেনে নেওয়া যাবে না। তারা অবিলম্বে খুনী ও সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট