আ,লীগ চায় না খালেদা জিয়া কারাগারে থাকুক : নাসিম

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৮

আ,লীগ চায় না খালেদা জিয়া কারাগারে থাকুক : নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তাঁর দল চায় না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকুক। তিনি বলেন, হুমকি নয়, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়া মুক্ত হবেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে নাসিম এসব কথা বলেন।

এ সময় প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মোহাম্মদ নাসিম জানতে চান, কেন প্রশ্ন ফাঁস বন্ধ করা যাবে না। তিনি বলেন, ঢালাওভাবে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। কিন্তু মেডিকেলের প্রশ্ন তো ফাঁস হচ্ছে না। অনুষ্ঠানে সারাদেশে স্বাস্থ্য খাতের উন্নতির চিত্র তুলে ধরার পাশাপাশি ২০১৮ সালের মধ্যে ১০ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা দেন তিনি।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন বিশেষ আদালতের বিচারক ডা. মো. আখতারুজ্জামান। রায়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এঁদের মধ্যে তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান পলাতক।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১০ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক হারুন-আর রশিদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট