জিয়া পরিষদ সিলেট মহানগরের জিয়াউর রহমানের জন্মদিন পালন

প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮

জিয়া পরিষদ সিলেট মহানগরের জিয়াউর রহমানের জন্মদিন পালন

জিয়া পরিষদ সিলেট মহানগরের উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন উপলক্ষে গতকাল ১৯ জানুয়ারি শুক্রবার বাদ মাগরিব হযরত শাহজালাল দরগাহ জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি শাবিপ্রবির অধ্যাপক ড. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ডাঃ আরিফ আহমেদ মোমতাজ রিফা, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, নিজাম উদ্দিন জায়গীরদার, আব্দুল মালেক, নজরুল ইসলাম, আব্দুল মুকিত সুমেল, মাসুম আহমদ লস্কর, আমির হোসেন, আব্দুস সাহিদ, গিয়াস উদ্দিন, জুনেদ আহমদ, বাবুল মিয়া, রুস্তম আলী, জসিম উদ্দিন, শামসুল ইসলাম, এনামুল হক, আমির উদ্দিন সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফত রহমান কোকোর রূহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শিরনী বিতরণ করা হয়। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট