বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৮

বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

ইজতেমায় যোগ দিতে এসে মারা গেছেন দুই মুসল্লি। এর মধ্যে একজন শ্বাসকষ্টজনিত রোগে ভুগে এবং অপরজন ইজতেমা স্থলের উদ্দেশে আসার সময় রাস্তা পার হতে গিয়ে গাড়ির চাপায় মারা গেছেন।

বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের সদস্য মো. আদম আলী জানিয়েছেন, শ্বাসকষ্টজনিত রোগে ভুগে গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে আজিজুল হক (৬০) নামের এক মুসল্লি মারা গেছেন। তার বাড়ি মাগুরার শালিখা থানার হবিশপুর গ্রামে। শুক্রবার ফজরের নামাজের পর ইজতেমা ময়দানে তার জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এক মুসল্লি গাড়িচাপায় মারা গেছেন। তার নাম আবদুল মামুন (৩৩)। তিনি ঢাকার পশ্চিম আগারগাঁও এলাকার বাসিন্দা কেরামত আলীর ছেলে।