২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮
সিলেট নগরীর মেন্দিবাগ’স্থ ফেনোমেনাল ফাইটারস-এর খেলোয়ারদের জার্সি প্রদান করেছেন সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ২৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হাজি মামুনুর রহমান মামুন ।গতকাল মঙ্গলবার ফেনোমেনাল ফাইটারস-এর কেপ্টেন শুভ্র’র হাতে তিনি এই জার্সি তুলে দেন। এ সময় ফেনোমেনাল ফাইটারস-এর অন্যান্য খেলোয়াররা উপস্থিত ছিলেন।
জাকারিয়া আহমদ সানির সভাপতিত্বে ও মোস্তফা কামাল পাশার পরিচালনায় জার্সি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হাজি মামুনুর রহমান মামুন বলেন- খেলাধুলার মাধ্যমে মানুষের মন ও শরীরের বিকাশ হয়। তাই খেলাধুলায় আমাদের যুব সমাজকে উৎসাহিত করতে হবে। একজন ভাল খেলোয়ার দেশ ও জাতির গর্ব। এ জন্য খেলোয়ারদের পরিচর্চা করতে হবে। তাহলেই একজন ভাল খেলোয়ার তৈরী হবে।
জার্সি উপহার অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন দেলোয়ার হুসেন প্রধান, রহমত আলী মুল্লা, ফেনোমেনাল ফাইটারস-এর কেপ্টেন শুভ্র, খেলোয়ার সজীব,রায়হান,নাহিদ,তানভির,ইয়ামিন,সাজ্জাদ,তামিম,তাহিদ,ফাহাদ,জাবেদ, বাসারত প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D