আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখার বৃক্ষরোপন

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৩, ২০১৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃক ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে বিয়ানীবাজার শাখার উদ্যোগে ১১ আগস্ট বৃহস্পতিবার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রাহকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি ৬নং মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন গাছের উপকারিতা বর্ণনা করে সবাইকে কমপক্ষে একটি করে গাছ লাগানোর আহবান জানান এবং তিনি নিজেও বৃক্ষরোপন কর্মসূচীর পরিকল্পনা রয়েছে বলে ব্যক্ত করেন এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখাকে বৃক্ষ রোপন কর্মসূচী পালনের জন্য ধন্যবাদ জানান।

ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক কাওসার আহমদ স্বাগত বক্তব্যে “একটি করে বৃক্ষরোপন করুন-দুষণমুক্ত স্বদেশ গড়–ন” এই শ্লোগানকে সামনে রেখে সকল ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও সর্বস্তরের জনগণকে গাছ লাগানোর আহবান জানান।

বৃক্ষরোপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাথিউরা দ্বি-পাক্ষীক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়ার প্রধান শিক্ষক জাকির হোসেন, জলঢুপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম জালাল উদ্দিন, চান্দগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর লতিফ, দারুছ ছুন্নাহ মুরাদগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমান, ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি চেয়ারম্যান শিহাব উদ্দিন সহ অতিথিবৃন্দ বৃক্ষ রোপন ও চারা বিতরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট