লাস ভেগাসের ভিকটিম : অন্যদেরকে বাঁচাতে প্রাণ দিয়েছেন যারা

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৭

লাস ভেগাসের ভিকটিম : অন্যদেরকে বাঁচাতে প্রাণ দিয়েছেন যারা

ওয়াশিংটন : লাস ভেগাসের মিউজিক ফেস্টিভালে স্টিভেন প্যাডক কর্তৃক ভয়াবহ হামলার ঘটনায় শোকে মুহ্যমান আমেরিকানরা। এখন পর্যন্ত ওই হামলায় ৫৯ জন নিহত এবং ৫২৭ জনের আহত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বন্দুকধারী স্টিভেন প্যাডক ‘ম্যান্ডালে বে ক্যাসিনো’ হোটেলের ৩২ তলায় তার রুম থেকে জনতার ওপর গুলিবর্ষণ করলে এই হতাতহের ঘটনা ঘটে।

নিহতদের মধ্য অনেকেই রয়েছেন যারা নিজের জীবনের বিনিময়ে অন্যদের জীবনকে বাঁচিয়েছেন।

সনি মেল্টন
২৯ বছর বয়সী সনি মেল্টন একজন হাসপাতাল সেবক ছিলেন। তিনি তার স্ত্রী হেতার মেল্টনকে নিয়ে ‘রুট-৯১ হরভেন্ট’ ফেস্টিভালে যোগ দিয়েছিলেন।

তার শোকার্ত স্ত্রী বর্ণনা করেছেন কিভাবে তিনি তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন।

টেনেসির একটি রেডিওকে তিনি বলেন, ‘তিনি আমার জীবন রক্ষা করেছেন। তিনি আমাকে আঁকড়ে ধরে দৌঁড়াতে শুরু করে। কিন্তু হঠাৎ আমি অনুভব করলাম যে তার পিঠে গুলি লেগেছে।’
তিনি বলেন, ‘আমি চাই সবাই জানুক তিনি কতটা হৃদয়গ্রাহী, প্রেমময় মানুষ ছিলেন। কিন্তু এই মুহূর্তে আমার দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই করার নেই।’

ফেসবুক পোস্টে তিনি বলেন, তিনি তার সত্যিকারের ভালবাসার মানুষকে হারিয়েছেন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি সম্পূর্ণ অবিশ্বাস ও হতাশার মধ্যে আছি। আমি জানিনা কি বলতে হবে। সনি ছিল আমার দেখা সবচেয়ে ভালো বন্ধু, প্রেমময় মানুষ। তিনি তার নিজের জীবনের বিনিময়ে আমাকে বাঁচিয়েছেন।’

জেসিকা ক্লেমচুক
২৮ বছর বয়সী জেসিকা ক্লেমচুক কানাডার একজন লাইব্রেরিয়ান এবং চার সন্তানের সিঙ্গেল মাদার।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, তিনি তার বাগদত্তের সঙ্গে লাস ভেগাস পরিদর্শন এসেছিলেন।
ক্লেমচুকের দাদী মার্গারেট ডেইলি মেইলকে বলেন, ‘তিনি খুব ভালো মা। সে তার জীবনের বিনিময়ে নিজের চার সন্তানকে বাঁচিয়ে।’

চার্লসস্টন হার্টফিল্ড
চার্লসস্টন হার্টফিল্ড (৩৪) নিহত ব্যক্তিদের একজন। তিনি লাস ভেগাসের একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। ঘটনার সময় অফ ডিউটিতে ছিলেন।

হার্টফিল্ডের বন্ধু ট্রয় রেথ বলেন, ‘তিনি সম্ভবত অন্যদের সাহায্য করার জন্য ব্যস্ত ছিলেন।’

তিনি বলেন, ‘আমি তার মতো ভাল মানুষ আর দেখিনি।’

সূত্র : টেলিগ্রাফ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট