ছাত্রলীগ নেতা আলী হত্যার এক বছর পূর্ণ হচ্ছে কাল

প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০১৬

Manual2 Ad Code

সন্ত্রাসী হামলায় মদন মোহন কলেজ ক্যাম্পাসে নিহত কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র কলেজ ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল আলী হত্যার এক বছর পূর্ণ হবে আগামীকাল ১২ আগষ্ট শুক্রবার।

Manual5 Ad Code

দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের নিজ সিলাম গ্রামের পরিবহন শ্রমিক (বাস চালক) আলকাছ মিয়ার প্রথম পুত্র মোঃ আব্দুল আলীকে ২০১৫ সালের ১২ আগষ্ট বাড়ি থেকে টেলিফোন করে মদন মোহন কলেজে ডেকে নেয় আসামীরা। সকাল পৌনে ১০টায় সে বাড়ি থেকে বের হয় এবং সোয়া ১২টায় তার সহপাঠিরা তার গুরুতর অসুস্থতার কথা তার পিতাকে জানায়। বেলা আড়াইটায় তার লাশ তার পিতা সিলেট ওসমানী হাসপাতালে দেখতে পান। কলেজের ২য় তলায় শহীদ সুলেমান হলে আধিপত্য বিস্তার নিয়ে কথা কাটাকাটির জের ধরে আসামী প্রণজিৎ দাশ সহ অন্যান্যরা ধারালো ছুরি দিয়ে আব্দুল আলীর তল পেটে, বাম ও ডান স্তনের নীচে এবং বাম হাতের বগলের নীচে ঘাই মেরে মারাত্মক জখম করে। পরে ওসমানী হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এ ঘটনায় মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা নিহত আব্দুল আলীর পিতা আলকাছ মিয়া বাদী হয়ে প্রায় ২৪ জনকে আসামী করে ২০১৫ সালের ১৩ আগষ্ট সিলেট কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১। পুলিশ এই ঘটনায় জড়িত আসামী প্রণজিৎ দাশ, আব্দুর মিয়া ও মাসুদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। রাজীব ও তানভীর এখনো পলাতক। শুধু আব্দুর মিয়া বর্তমানে জামিনে আছে। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

Manual1 Ad Code
Manual6 Ad Code