মাওলানা তবারক আলী’র ইন্তেকাল

প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৭

মাওলানা তবারক আলী’র ইন্তেকাল

সিলেট সদর উপজেলার রাজারগাঁও মখজনুল উলুম দারুল হাদীস মাদ্রাসার সাবেক মুহাদ্দিস বিশিষ্ট আলেমে দ্বীন মওলানা তবারক আলী আর নেই। সোমবার (২৫সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার হাটখোলা ইউনিয়নের নন্দিরগাঁওয়ের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।( ইন্না লিল­াহি………..রাজেউন )। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর এবং ৪ছেলে, ১মেয়ে ও স্ত্রী রেখে গেছেন। সোমবার বাদ জোহর রাজারগাঁও মখজনুল উলুম মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা অনুষ্টিত হয়। জানাযায় এলাকার আলেম ওলামা, ছাত্র-শিক্ষক, সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, হাটখোলা ইউপির বর্তমান চেয়ারম্যান আজির উদ্দিন, সাবেক চেয়ারম্যান মুশাহিদ আলীসহ হাজার-হাজার মানুষ অংশ গ্রহন করেন। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমেরই সুযোগ্য সন্তান মাওলানা সালেহ আহমদ। পরে মরহুমের পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
সিলেটের ঢাকা উত্তর রানাপিং জামেয়া আরাবিয়া হোসাইনিয়া মাদ্রাসা থেকে শিক্ষা সমাপন করে মাওলানা তবারক আলী কর্মজীবনে রাজারগাঁও মখজনুল উলুম উলুম মাদ্রাসার শিক্ষক ও মুহাদ্দিসের দায়িত্ব পালন করেন। মৃত্যুর কিছুদিন পূর্ব থেকে তিনি বার্ধক্য জনিত নানা রোগে ভোগছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট