টিলাগড়ে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর

প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৭

টিলাগড়ে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ভাঙচুর

নগরীর টিলাগড় পয়েন্টে ক্ষমতাসীন দলে ছাত্র সংগঠনে বিবাদমান দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

স্থানীয় সূত্র জানায়, টিলাগড় পয়েন্টের হোটেল আজমীরের সামনে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় সেখানে কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায় বলে জানায় সূত্রটি। তবে কি নিয়ে সংঘর্ষ বা কারা কারা সংঘর্ষে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ব্যাপারে শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, ‌ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট