‘দেশের ক্ষতি হয়’ এমন সংবাদ প্রকাশ না করার অনুরোধ স্বরাষ্টমন্ত্রীর

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৬

Manual1 Ad Code

দেশের ক্ষতি হয়, এমন সংবাদ প্রকাশ না করতে গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

Manual8 Ad Code

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহত্তর ঢাকা সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এ আহ্বান জানান।

অবিবেচিত সংবাদ পরিবেশনে অনেক কর্মকাণ্ড বাধাগ্রস্থ হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন করবেন না। বিষয়টি আপনাদের বিবেচনার কাছে রেখে গেলাম।’

Manual1 Ad Code

দেশের উন্নয়নের গতিরোধ করতে একটি গোষ্ঠি অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা এমন প্রচেষ্টা করছে তারা কারা? এদেরকে চিহ্নিত করতে গেলে দেখবেন ৭৫ পরবর্তী সময়ে যারা রগকাটা রাজনীতি প্রবর্তন করেছে, তারাই পরবর্তী সময়ে জেএমবি, আনসারুল্লা বাংলা টিম, হুজি বিভিন্ন নামে আত্মপ্রকাশ করেছে। এসব জঙ্গিদের শেকড়ে টান দিলেই দেখা যায়, এদের আশ্রয়-প্রশ্রয়দাতা, মাস্টারমাইন্ডের ঠিকানা একই। এরা বিদেশি কোন টেরোরিস্ট না, দেশে তৈরি (হোম গ্রোন) জঙ্গি।’

Manual7 Ad Code

তিনি আরো বলেন, ‘অনেক দেশের রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাত করেছেন। তাদেরকে আমি স্পষ্ট করে বলেছি, এখানে বিদেশি টেরোরিস্ট বা আইএস বলতে কিছু নেই, এরা লোকাল সন্ত্রাসী।’

দেশের এগিয়ে যাওয়া রোধ করতে এবং যুদ্ধাপরাধের বিচারকে বাঁধাগ্রস্থ করতে দেশীয় সন্ত্রাসীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

Manual3 Ad Code

এ সময় আরো বক্তব্য দেন, সংসদ সদস্য এ্যাড. সানজিদা খানম, বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফরিদ হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।

Manual1 Ad Code
Manual8 Ad Code