বাঙ্গালী জাতির কল্যাণে দেশ পরিচালনা করতে বঙ্গবন্ধু কন্যা অনেক ত্যাগ শিকার করেছেন : এডভোকেট মিসবাহ

প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৬

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন বাঙ্গালী জাতির কল্যাণে দেশ পরিচালনা করতে বঙ্গবন্ধুর কন্যা অনেক ত্যাগ শিকার করেছেন। দেশ আজ যখন মধ্যম আয়ের দিকে অগ্রসর হচ্ছে ঠিক তখনি একটি চক্র দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাস্থ করতে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী নাশকতা শুরু করেছে। এদেরকে কঠুর হস্তে দমন করতে বঙ্গবন্ধুর সৈনিকদেরকে ঐক্যবন্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল ৬ আগষ্ট রাতে সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলের সেমিনার হলে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কমিটির নব নির্বাচিত সভাপতি অধ্যাপক জমির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট মশিউর মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এম পি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এটি এম হাসান জেবুল, বঙ্গবন্ধু ফউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম, এডভোকেট আব্দুল খালেক মিয়া, যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা,পরিকল্পনা সম্পাদক মোবারক হোসেন প্রাধানিয়া, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার শাকিল খান।
উল্লেখ্য নব-নির্বাচিত কমিটির সভাপতি অধ্যাপক মোঃ জমির উদ্দিন, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু সাংগঠনিক সম্পাদক রেদুয়ান আহমদ চৌধুরী সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট