ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী পথসভা

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

ফেঞ্চুগঞ্জে থানা পুলিশের আয়োজনে জঙ্গিবাদ বিরোধী পথসভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় ফেঞ্চুগঞ্জ থানা রোড পয়েন্টে এ সভার আয়োজন করা হয় ।

ফেঞ্চুগঞ্জ থানার এসআই সমীরন চন্দ্র দাসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দক্ষিন) মো. সুমন আহমেদ ।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেকের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম আলী, আওয়ামীলীগ নেতা হাজী খসরু মিয়া, উপজেলা ছাত্রলীগ  আহবায়ক মাসার আহমেদ শাহ,  যুগ্ম আহবায়ক জালাল আহমেদ ও ফেঞ্চুগঞ্জ বাজার ব্যবসায়ী ও ফেঞ্চুগঞ্জ থানার কর্মকর্তাবৃন্দ ।

বক্তারা বলেন জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয় আন্তর্জাতিক সমস্যা । সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস জঙ্গিবাদের মোকাবিলা করতে হবে । পুলিশের সাথে হাত মিলিয়ে সন্ত্রাস জঙ্গিবাদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহবান জানানো হয় ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট