লায়ন্স ক্লাব অব সিলেটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০১৬

লায়ন্স ক্লাব অব সিলেট’র বার্ষিক প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১ টায় সিলেট নগরীর মীরবক্সটুলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন প্রফেসর ডা. এম এ গাফ্ফারের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন ডা. শাহজাহানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লায়ন জেলা ৩১৫/বি১ জেলা গভর্ণর লায়ন মোস্তফা কামাল এম জে এফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লায়ন জেলা ৩১৫/বি১ প্রাক্তন জেলা গভর্ণর লায়ন ডা. আজিজুর রহমান ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, লায়ন ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, লায়ন ডা. শামীমুর রহমান, কেবিনেট সেক্রেটারি লায়ন সুলতান আহমদ, কেবিনেট টেজারাল লায়ন হাবিবুর রহমান, বিজিয়ন চেয়ারম্যান (হেড কোয়াটার) লায়ন দেওয়ান নাসিরুল হক, বিজিয়ন চেয়ারম্যান (হেড কোয়াটার) লায়ন হারুনুর রশিদ দিপু, বিজিয়ন চেয়ারম্যান (হেড কোয়াটার) লায়ন আবু হোসনে চৌধুরী, বিজিয়ন চেয়ারম্যান (হেড কোয়াটার) লায়ন তুফাজ্জল হোসন,
আরো উপস্থিত ছিলেন, লায়ন আপ্তাব আহমদ, জহির বখত, এমরান আহমদ, ডা. সৈয়দ খসরু, হুমায়ুন কবীর, আব্দুল হামিদ,গৌতম লাল দত্ত, আমিন উদ্দিন, তানভির আহমদ সজিব, লিউ কামালী, রমজান প্রমুখ
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লায়ন মাহবুবুল হক ও আনুগত্য শপথ বাক্য পাঠ করান লায়ন মুহিতুর রহমান।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট